
শান্ত বণিক: | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নরসিংদীতে আজ মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম।
প্রান্তিক পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন ও সেবা সরবরাহের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নিজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং তথ্য বাতায়ন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বহুল প্রচারের মাধ্যমে সরকারের জনকল্যাণমুখী কার্যক্রম সকলের সম্মুখে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
আলোচনা সভার পূর্বে নরসিংদী সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
Posted ৪:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।