
এম. ওবায়েদুল কবীর, স্টাফ রিপোর্টার: | রবিবার, ০২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
গতকাল রোববার (২ এপ্রিল) নরসিংদী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক কনফারেন্স হল রুমে সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন, নরসিংদী জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. মাসুদুল হাসান তাপস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সঞ্জয় কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপপরিচালক মো. মাসুদুল হাসান তাপস, অটিজম স্কুলের পক্ষ থেকে বক্তব্য রাখেন নরসিংদী শহীদ বুদ্ধি প্রতিবন্ধী অটিজম স্কুলের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সরকার, এনজিও সাংস্থার প্রতিনিধি পাপড়ীর নির্বাহী পরিচালক আবু বাছেদ, মো. মতিউর রহমান জাকির ও অটিজম শিশুর মা প্রধান অতিথি, অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, একজন অটিজম শিশুর মা হিসেবে আপনাদের জীবন খুবই কঠিন সময়ের মধ্যে অতিবাহিত হয়, আমরা আপনাদের পাশে আছি। সে লক্ষ্যে নরসিংদীতে তাদের জন্য একটি স্কুল করার জন্য চলমান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চলতি বছরেই নির্মাণ কাজ আপনারা দেখতে পাবেন। আমি আশা করবো নরসিংদীর সুশীল সমাজ ও ব্যবসায়ীগণ এগিয়ে আসবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে অটিজম শিশুদের পাশে থাকবেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এই অটিজম শিশুদের নিয়ে সারা বিশ্বে কাজ করছে, তারই ধারাবাহিকতায় এর সুফল বাংলাদেশের অটিজম শিশুরা পাবে। এবারের প্রতিপাদ্য ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’। সমাজসেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার সুরভী আক্তার অনুষ্ঠানটি পরিচালা করেন । সকলের গঠনমূলক আলোচনায় নরসিংদীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবসটি পালন করা হয়।
Posted ১১:১৬ অপরাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।