
শান্ত বণিক ও খন্দকার আমির হোসেন | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
নরসিংদীর শিবপুরে কর্ণফুলী মাস্টারব্যাচ অ্যান্ড প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। উপজেলার ইটাখোলা কুমরাদী এলাকায় এ আগুনের ঘটনায় কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা ফায়ার সার্ভিস এবং কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক জানাতে পারেনি।
কারখানার ইনচার্জ মো. মাহিন আলম সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিজেদের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসকে খবর দেই। শিবপুর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে এসে তাদের যান্ত্রিক ক্রটির দেখা দিলে কাজ বন্ধ হয়ে যায়। পরে নরসিংদী সদরের ফায়ার সার্ভিস এসে ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।
শিবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। নরসিংদী সদর ও শিবপুরের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই কারখানার সবকিছু পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
Posted ৩:১৪ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।