
এম ওবায়েদুল কবীর, স্টাফ রিপোর্টার: | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
ডাকাতি,অস্ত্র ও মাদকসহ ২৭ মামলার পলাতক আসামীকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) রাতে গাজীপুর জেলার বাঘের বাজার থেকে তাকে আটক করা হয়েছে। নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর দিকনির্দেশনায় মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়ার তত্ত্বাবধানে এসআই আব্দুল গাফফার পিপিএম বার, এস আই দীপক কুমার সরকার ও এস আই মোস্তাফিজুর রহমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান জেনে গাজীপুরের শ্রীপুর থানার বাগেরবাজার এলাকা থেকে আপেল মাহমুদকে আটক করতে সক্ষম হয়। শনিবার দুপুরে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে নরসিংদী সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম সোহাগ এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। আটককৃত আপেল মাহমুদ নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া পুরানপাড়ার মৃত নওয়াব আলীর ছেলে।
আটককৃত আসামী আপেল মাহমুদ এর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৭টি ডাকাতি, ১১টি ডাকাতি প্রস্তুতি, ৬টি অস্ত্র, ১ টি বিস্ফোরক ও ২টি মাদক মামলাসহ ২৭ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এর মধ্যে নরসিংদী মডেল থানায় রয়েছে ১৩ টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
ডাকাত দলের সহযোগী নরসিংদী সদর থানার হাজিপুর পুরান পাড়ার নোয়াবাড়ির ছেলে রাকিবুল ইসলাম হেলাল (২৯), একি এলাকার বেদন মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪), কাজল মিয়ার ছেলে সাগর (২৬), রায়পুরা থানার যশোপুরদি এলাকার হারুন মিয়ার ছেলে নূর মোহাম্মদ ওরফে নুরা (৩৯) ও সদর থানার উত্তর ঘোড়াদিয়ার মৃত আলতাফ গাজীর ছেলে জাহিদ (২৫) কে ইতোপূর্বে আটক করা হয়।
ডাকাত দলের আরও ৫ সহযোগী পলাতক রয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
Posted ১:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।