বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে জুয়ার টাকা সংগ্রহ করতে সহকর্মীকে হত্যা! পিবিআইয়ের হাতে দুই বন্ধু গ্রেপ্তার

খন্দকার আমির হোসেন:   |   বুধবার, ০৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট

নরসিংদীতে জুয়ার টাকা সংগ্রহ করতে সহকর্মীকে হত্যা! পিবিআইয়ের হাতে দুই বন্ধু গ্রেপ্তার

জুয়ার টাকা সংগ্রহ করতে পরিকল্পিত ভাবে দুই বন্ধু মিলে নৃশংস ভাবে হত্যা করে তাদেরই সহকর্মীকে। এসময় ছিনিয়ে নেয়া হয় নিহতের ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোন। পরদিন ১২ ফেব্রুয়ারী সকালে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকা থেকে উদ্ধার করা হয় এরশাদ মিয়া (২৫) নামে সাইজিং মিল শ্রমিকের নিথর মরদেহ। বুধবার দুপুরে এমনই এক চাঞ্চল্যকর হত্যাকান্ডের বিষয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তারকৃত,বিল্লাল মিয়া রনি (২২) রায়পুরা উপজেলার করইতলা এলাকার রহমান মিয়ার ছেলে এবং অপর আসামি ফরহাদ মিয়া (২১) নারায়নগঞ্জ জেলার বন্ধর থানার লক্ষনখোলা এলাকার মো. ইমাম হোসেনর ছেলে।
নিহত এরশাদ মিয়া মাধবদী থানার শান্তিভাওলা গ্রামের আবদুল খালেকের ছেলে।

এসময় পিবিআইয়ের নরসিংদীর পুলিশ সুপার মো: এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনার দুই মাস আগে চাকুরী হারায় হত্যাকান্ডের মাস্টারমাইন্ড বিল্লাল মিয়া রনি। দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলার ছলে ঋণগ্রস্ত হওয়ায় তার বন্ধু ফরহাদকে নিয়ে পরিকল্পনা করে টাকা সংগ্রহের। পরিকল্পনা অনুযায়ী তাদেরই সহকর্মী এরশাদকে টার্গেট করে তারা। গত ১১ ফেব্রুয়ারী সন্ধায় ভিকটিম এরশাদ মিয়া নিজ বাড়ি শান্তিভাওলা থেকে শহরের কর্মস্থল সাইজিং মিলে যাবার পথে নাগরিয়াকান্দি এলাকায় পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা রনি ও ফরহাদ তাকে পার্শবর্তী বালুর মাঠে নিয়ে সাইকেল ও মোবাইল ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে।

পরে সদর থানায় নিহতের বড় ভাই শাকিলের দায়ের করা মামলা আমলে নিয়ে কাজ শুরু করে পিবিআই। পরদিনই ফরহাদকে গ্রেপ্তার করতে পারলেও ধরাছোঁয়ার বাইরে থাকে মুল হোতা বিল্লাল মিয়া ওরফে রনি। দীর্ঘদিন পর্যবেক্ষণের পর মঙ্গলবার তাকে পার্শবর্তী জেলা কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ। নিহতের ব্যবহৃত বাইসাইকেল মাত্র ৯শত এবং মোবাইল ফোনটি ১৫শত টাকায় বিক্রি করে অভিযুক্তরা। তাছাড়া পূর্ব থেকেই নিহত এরশাদের বিকাশের পাসওয়ার্ড জানতে পারায় তার বিকাশে থাকা ৬ হাজার পাঁচশত টাকা উত্তোলন করে তারা। এই ঘটনায় অপরাধী দুজনেই তাদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। পরে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করে।

Facebook Comments Box

Posted ৬:০০ অপরাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins