
মোঃ নিজাম উদ্দিন | বুধবার, ১৫ মে ২০২৪ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা শ্যামগ্ৰাম ইউনিয়ন শ্যামগ্ৰাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৫ মে) রাত দুইটার দিকে রুবেল চন্দ্র সরকার ও প্রদীপ দেবের বন্ধ দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়।
এতে মুহূর্তের মধ্যে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মাদার ড্রাগ হাউসের স্বত্বাধিকারী রুবেল চন্দ্র সরকার বলেন প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসি আমাকে বাজার থেকে রাত দুইটার দিকে ফোন দিয়ে বলে আমার দোকানে আগুন লেগেছে খবর পেয়ে সাথে সাথে বাজারে এসে দেখি আমার দোকানে আগুন লেগে আছে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রায় এক থেকে দেড় ঘন্টা সকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আমার দোকানে মালামাল সহ মোটরসাইকেল পুড়ে যায় । এতে করে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইলেকট্রনিক্সের দোকানের মালিক প্রদীপ দেব বলেন আমার কাছে অনেকের টিভি সার্ভিসিং এর জন্য আমার দোকানে দিয়ে গেছে তাদের মালামাল সহ আমার দোকানে প্রায় এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে ।
Posted ৭:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।