
নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
রাজশাহীর নওহাটায় জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) পবা উপজেলা প্রেসক্লাবে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও বস্তি উন্নয়ন ও কর্মসংস্থার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তামাক ও ধুমপান বিষয়ক সমস্যা ও করণীয় বিষয় তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে অনেক সুপারিশ গ্রহণ করা হয়। সেগুলো হচ্ছে দ্রুততর সময়ে তামাক আইন সংশোধনী চুড়ান্ত করা, আইন লঙ্ঘনকারি তামাক কোম্পানীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং কার্যক্রমের সাথে বেসরকারি সংস্থাগুলোকে সম্পৃক্ত করা এবং প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা।
এ সময় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন ও কর্মসংস্থার সভাপতি হাসিনুর রহমান, নারী উদ্যোক্তা রহিমা বেগম, ইয়্যুথ লীডার রতন কুমার, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুব, সাংবাদিক অসিত কুমার সাহা, সোহেল মাহবুব, মঈন উদ্দিন, জাহিদ হাসান পলাশ, ইউসুফ চৌধুরী, সবুজ প্রমুখ।
Posted ৮:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।