
সাহেব আলী,নওগাঁ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
প্রধানমন্ত্রীর আহ্বানে বেসরকারি অর্থায়নে শীতার্ত দুস্থ ও অসহায় ১ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে নওগাঁ সদর উপজেলা হল রুমে বেলকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংকের পরিচালক বেলাল হোসেন উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বেলকন গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু ওয়াহিদ হোসেন আলালসহ বেলকন গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার এক হাজার আসহায় নারী- পুরুষ এবং এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Posted ১০:১০ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।