
সাহেব আলী, নওগাঁ প্রতিনিধি : | শনিবার, ১৬ মার্চ ২০২৪ | প্রিন্ট
আমরাও মানুষ আমাদের আশা সুস্থ্য, সুন্দর মানুষের মতো বাঁচার আশা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে হিজড়াদের নিয়ে ২০০৩সাল থেকে কাজ করে আসছে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন। সরকারী, বেসরকারী ও সাংবাদিককে এসসিজি প্রকল্প সম্পর্কে অবহিত করা এবং উপকারভোগীদের বিভিন্ন সেবা প্রাপ্তী নিশ্চিত করতে ২০মাসের প্রকল্পটি বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহযোগিতায় রাজশাহীর পবা উপজেলার নওহাঁটার বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণকে সক্রিয়করণ এবং সেবা দিতে নওগাঁয় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন এনজিও কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলা সম্মেলন কক্ষে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলীর সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী আখতারুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম রবিন শীষ বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণকে সক্রিয়করণ এবং সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।
উপজেলা প্রশাসনের সমাজসেবা, সমবায়, নির্বাচন ও প্রাথমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও কর্মী, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, হিজড়া ও অন্যান্য শ্রেণিপেশার ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন। সভায় সরকারি কর্মকর্তাদের কাছে হিজড়ারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি তারা সরকারের কাছ থেকে কি কি সেবাসমূহ পেতে পারে সেই বিষয়সমূহে তুলেধরেন ।
Posted ১০:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ মার্চ ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।