
সাহেব আলী, নওগাঁ প্রতিনিধি : | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর নওগাঁয় ৪টি হোটেল এন্ড রেষ্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করেছে মোবাইলকোর্ট। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কোটের সামনে নজীপুর হোটেল,মুক্তির মোড়, রুবির মোড় পঞ্চ হোটেল এন্ড রেষ্টুরেন্ট কে নগদ ১লক্ষ টাকা জরিমানা করেন।
বিশেষ অভিযানের সময় রান্না ঘরে বিভিন্ন ধরনের পোড়া তেল, নোংরা খাবার, রান্না মুরগিতে মুরগির লোম,কাচাও রান্না করা খাবার গুলো একসাথে ফ্রিজে রাখার অপরাধে এই জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সোহেল রানা, নওগাঁ জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা চিন্ময় প্রামানিকসহ পুলিশের বিশেষ টিম। নওগাঁ জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা চিন্ময় প্রামানিক জানান
আমারা ৪টি হোটেলে অভিযান করে অপরিস্কার এবং নোংরা খাবারসহ বিভিন্ন খাবার গুলোতে মেয়াদ না থাকায় পঞ্চভাই হোটেল কে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সোহেল রানা, ঢাকা বলেন, ঢাকা থেকে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে।এই অভিযান সবসময় অব্যাহত থাকবে।
Posted ৭:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।