
পিসি দাস দিনাজপুর প্রতিনিধি। | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সভাপত্বিত করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ট্রাফিক ব্যবস্থাপনা আরও বেশি সুষ্ঠু ও সুন্দর এবং নিরাপদ করতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও যানজট নিরসন করতে হবে। যাহাতে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন হয় সে লক্ষে ট্রাফিক পুলিশকে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সহ টিআই, সার্জেন, এটিএসআইগণ উপস্থিত ছিলেন।
Posted ১:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।