বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

দিনাজপুরে অপহরন করে অশ্লীল ভিডিও ধারন করে অর্থ হাতিয়ে নেয়া অপহরনকারীর ৫ সদস‍্য গ্রেফতার

পিসি দাস , দিনাজপুর প্রতিনিধি:   |   শনিবার, ২৪ জুন ২০২৩   |   প্রিন্ট

দিনাজপুরে অপহরন করে অশ্লীল ভিডিও ধারন  করে অর্থ হাতিয়ে নেয়া অপহরনকারীর ৫ সদস‍্য গ্রেফতার

দিনাজপুরে কতিপয় দুষ্কৃতিকারী সাধারণ অসহায় নিরীহ মানুষকে অপহরণ করে মৃত‍্যুর ভয় দেখিয়ে জিম্মি করে খারাপ নারীর সংগে অশ্লীল ভিডিও ধারন করে ৫লক্ষ টাকা হাতিয়ে নেয়া অপহরনকারীর ৫সদস‍্যকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ।

২৩জুন শুক্রবার দুপুর ৩টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ‍্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জিন্নাহ আল মামুন।
প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান, দিনাজপুর শহরের ঘাসিপাড়া ডাব গাছ মসজিদ এলাকা থেকে ব‍্যবসায়ী কামরুল হাসান(৩৯)কে অপহরন করে নিয়ে গিয়ে মৃত‍্যুর ভয় দেখিয়ে জিম্মি করে এক খারাপ মেয়ের সাথে অশ্লীল ভিডিও ধারন করে তার কাছ থেকে ৫লক্ষ টাকা মেঘনা ব‍্যাংক লিঃ এ ট্রান্সফার করে নেয়া দুষ্কৃতিকারী ৫সদস‍্যকে আটক করা হয়েছে।

আটককৃত আসামীরা হলেন দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকার নজরুল ইসলামের ছেলে সম্রাট(৩৫),রামনগর এলাকার মতিয়ার রহমানের ছেলে মনসুর রহমান মামুন(৪৩),একই জায়গার মদিনা মসজিদ এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ বাবুমিয়া(৩২), গোলাপবাগ এলাকার আব্দুল বারীর ছেলে আতিকুল ইসলাম(৪৫)এবং গোলাপবাগ লেবুর মোড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ হারুন অর রশিদ হারুন(২৬)।দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, গত ১৯জুন দিনাজপুর বিরল উপজেলার মকলেছার রহমানের ছেলে কামরুল হাসান দিনাজপুর সদরে তার প্রয়োজনীয় কাজ শেষ করে বিরল উপজেলায় তার বাড়ী ফেরার পথে দিনাজপুর শহরের ঘাসিপাড়া ডাব গাছ মসজিদ এলাকায় পৌছলে সেখানে ওৎপেতে থাকা ৮/১০জন ছিনতাইকারী সিনেমা স্টাইলে তার মটরসাইকেলের গতিরোধ করে তাকে অপহরণ করে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে আটক করে রাখে।এ পর্যায়ে মৃত‍্যুর ভয় দেখিয়ে বেদম মারপিট করে তার কাছ থেকে পাঁচ লাখ তেত্রিশ হাজার টাকা মেঘনা ব‍্যাংক লিঃর তাদের একটি একাউন্টে ট্রান্সফার করে নেয়। ঘটনাটি যেন কাউকে না বলে ভয় দেখিয়ে একজন পতিতা মহিলার সাথে কামরুল হাসানের অশ্লীল ভিডিও ও স্থির চিত্র ধারন করে রাখেএবং আইনের আশ্রয় নিলে এই ভিডিও ও স্থির চিত্র সামজিক যোগাযোগ মাধ‍্যমসহ তার নিকট আত্মীয় স্বজনের কাছে প্রেরণ করা হবে বলেও হুমকি প্রদান করে।

অপহৃত কামরুল ইসলাম অপহরনকারীদের নিকট থেকে মুক্তি পাওয়ার পর বিষয়টি পুলিশের নজরে নিয়ে আসলে পুলিশ তাৎক্ষনিকভাবে মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে মেঘনা ব‍্যাংকের টাকা উত্তোলনের সময় ব‍্যাংকের সিসি ক‍্যামেরার ফুটেজ এবং একাউন্ট নাম্বার চেক করে পুলিশ অপহরনকারীর ৫সদস‍্যকে আটক করতে সক্ষম হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন আরো জানান যে এই দুষ্কৃতিকারী চক্রটি বিভিন্ন সময় সাধারন মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে এদের সাথে সম্পৃক্ত কিছু খারাপ মহিলাদের দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির অশ্লীল ভিডিও ধারন করে অর্থ হাতিয়ে নেয়।সাধারন লোক লজ্জার ভয়ে তাদের দাবীকৃত অর্থ দিয়ে নীরবে সহ‍্য করে নেয় তাদের এই অপরাধ।এই চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি,ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।আটককৃত আসামীদের ৫সদস‍্যদের কাছ থেকে পৃথক পৃথকভাবে আরো অনেক তথ্য উপাত্ত জানার জন‍্য আসামীদের বিরুদ্ধে আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১৯ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins