
মো রুহুল আমিন | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | প্রিন্ট
দাকোপ উপজেলার লাউডোব হরিণটানা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। ও স্বামী ডেন্টিসট অশোক আহত হয়েছেন মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগে থেকে ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়া ছিল। আজ সকালে ওই ক্ষেতের আইলে সবজি তুলতে যান শাশুড়ি চপলা গাইন (৬৫)।
এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে ছেলের বউ টুম্পা গাইন (৩৬) এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহত চপলা লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক বলেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Posted ১১:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।