
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি: | রবিবার, ২৬ মার্চ ২০২৩ | প্রিন্ট
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে ফুল দেন- জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। একই স্থানে বিভিন্ন দলের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে : বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরণ, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রমাণ্য চলচ্চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
ঝালকাঠি জেলার উপজেলাসমূহেও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
Posted ৪:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৬ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।