
আল মাসুদ লিটন | সোমবার, ১৯ জুন ২০২৩ | প্রিন্ট
আজ বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে নিহত সাংবাদিক নাদিম স্বরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামালপুর প্রেসক্লাব।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সেক্টরস কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১, জামালপুর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, জামালপুর প্রেসক্লাবের সহ- সভাপতি অধ্যাপক সুরুজ্জামান ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মডেল প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুস্তাফিজুর রহমান, নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম।
শোকসভা ও দোয়া মাহফিলে নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সকল সদস্য, জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শোকসভায় সন্ত্রাসী হামলায় সদ্য প্রয়াত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের সাহসী সাংবাদিকতা জীবনের নানা স্মৃতিচারণ করেন বক্তারা। সেই সাথে হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, চার্জসীটভূক্ত অনেক আসামী এখনো গ্রেপ্তার করা হয়নি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানোর পাশাপাশি অভিযুক্ত চেয়ারম্যানের অপসারনের দাবী জানানো হয়।
Posted ১০:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।