
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট
সোমবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া রোটারী ক্লাবের আয়োজনে কুমারখালী থানাধীন ৩৫ নং ছেউড়িয়া জয়নাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে ।
ছেউড়িয়া জয়নাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষা সামগ্রী কলম, পেন্সিল, পেনসিল কাটার, পেনসিল বক্স, রাবার, স্কুল ব্যাগ ও খাতা বিতরণ করা হয়েছে।
এ সময় মোট ৩০০ জন শিক্ষার্থীদের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল, চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক মনজু, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সাবেক সভাপতি ও কবি উম্মে সেয়দা হাবিবা, কুষ্টিয়া জেলা স্বর্ন শিল্পী সমিতির সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস, ছেউড়িয়া জয়নাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি সুফি সাজেদুল ইসলাম ডালিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানন চৌধুরী, ম্যানিজিং কমিটির সহ-সভাপতি সাহাবুর রহমান, চাপড়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিপন মন্ডল।
Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।