
আব্দুল্লাহ আল মামুন | শনিবার, ০৬ মে ২০২৩ | প্রিন্ট
ডক্টর আবদুস সোবহান গোলাপ বলেছেন, জিয়াউর রহমান মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়। তখন ছিল অস্ত্রের ঝনঝন । আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের হাতে কাগজ-কলম বই তুলে দিয়েছেন।
শনিবার (৬ মে) সকাল সারে ১০ টায় কালকিনি চরফতে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। সঠিক নেতৃত্ব দিতে হলে নিজেদের আদর্শ বুকে ধারণ করে সবাইকে গড়ে তুলতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে অস্ত্রের ঝনঝনানি, বোমাবাজি ছিলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে ঘুরিয়ে আনতে পেরেছে। শিক্ষার বিভিন্ন পরিবর্তন নিয়ে এসে আধুনিক শিক্ষা যাতে হয়, সেদিকে আবার অনেক দূর এগিয়ে গেছি আমরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী তানভীর মাহমুদ, কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, লোকমান হোসেন সরকার, সিডি খান ইউনিয়নের চেয়ারম্যান চান মিয়া শিকদার,কালকিনি থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম প্রমুখ।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।