
রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি : | রবিবার, ২৫ জুন ২০২৩ | প্রিন্ট
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের বেলেরমাঠ পাড়ার শিশু ধর্ষণকারী তানভির হোসেন কাকনকে (২২) পুলিশ গ্রেপ্তার করেছে। ধর্ষণকারী তানভির ওই গ্রামের আশরাফুল ইসলাম ও কাকুলী খাতুনের ছেলে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন শনিবার (২৪ জুন) দুপুর দেড়টায় তার কার্যালয়ের কক্ষে এক সাংবাদিক সম্মেলনে ধর্ষণকারী তানভির হোসেন কাকনকে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে জানান, গত ২২ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের বেলেরমাঠ পাড়ার আশরাফুল ইসলাম ও কাকুলী খাতুনের ছেলে তানভির হোসেন কাকন তার প্রতিবেশী ৬ বছর বয়সী শিশু কন্যাকে মোবাইল ফোনে গেম ও কার্টুন দেখানোর কথা বলে তার নিজ ঘরে ডেকে নেয়। ওই ঘরের খাটের ওপর নিয়ে শিশু কন্যাটির মুখ চেপে ধরে সে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ঘটনাটি কাউকে বললে, তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়।
মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়ি এসে তার স্বজনদের জানালে, স্বজনরা তাকে চুুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তী করে। এঘটনায় শিশু কন্যার বাবা বাদী হয়ে গত ২২ জুন দর্শনা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধীত) ধারায় মামলা দায়ের করেন। মামালার পর গোপন সাংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫ টায় ঝিনাইদহ জেলা সদরের বাসটার্মিনাল হতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথাটি স্বীকার করে। তাকে এদিন চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
Posted ১২:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।