
রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন এদেশে হতে দেয়া হবেনা। এবারের আন্দোলন এক দফার আন্দোলন। রোজার মধ্যে কর্মসূচি দেয়া হয়েছে। প্রয়োজনে ঈদের দিনেও কর্মসূচি দেয়া হবে। রাজপথে থেকে লড়াই সংগ্রামের মধ্যদিয়ে আমরা দাবী আদায় করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৮ এপ্রিল) বিকেলে দামুড়হুদায় বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু উপরোক্ত কথাগুলো বলেন। এ কর্মসূচি উপলক্ষে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন হাসিনা বেগম মার্কেটের সামনে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, জেলা কৃষকদলের আহবায়ক মোকারম হোসেন ও দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত।
Posted ৯:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।