
চিরিরবন্দর ( দিনাজপুর ) প্রতিনিধি | রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে চিরিরবন্দর থানার পুলিশ। গত ২ ডিসেম্বর শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর হাটখোলা এলাকায় এ আটকের ঘটনাটি ঘটেছে। ধৃত শরিফুল ইসলাম ওই এলাকার মো. কবির হোসেনের ছেলে। থানা পুলিশের এস আই মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ অভিযান চিরিরবন্দর হাটখোলাস্থ বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ মো. শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত শরিফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ধৃত শরিফুল ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চোরাকারবারীর অভিযোগে বিজ্ঞ আদালতে ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
Posted ১০:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।