
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
নরসিংদীর পলাশে সরকারে বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার ঘোড়াশাল পৌরসভার অডিটরিয়াম প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। মতবিনিময় সভায় পৌর এলাকার ১৪ হাজার উপকারভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগীরা তাদের প্রাপ্ত সুবিধার সুফল, সংকট, সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ভাতাসহ অন্যান্য সরকারি সুবিধা পেতে যেসব হয়রানি পোহাতে হয়, সেসব হয়রানি কিভাবে নির্মূল করা যায়, তা নিয়েও আলোচনা করেন অতিথিরা।
এ সময় আরও বক্তব্য রাখেন পলাশের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন,উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার প্রমুখ।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।