
রাহিমা আক্তার রিতা | বুধবার, ২২ মে ২০২৪ | প্রিন্ট
২২/০৫/২০২৪ খ্রি. তারিখ ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মতো পালিত হলো বৌদ্ধ ধর্মালম্বীগণের প্রধান ধর্মীয় উৎসব মহামানব গৌতমবুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত “শুভ বুদ্ধ পূর্ণিমা”। গাজীপুরে বসবাসরত বিপুল সংখ্যক বৌদ্ধ নর-নারীগণের বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর স্টুডেন্ট কমপ্লেক্সে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ প্রতিবিম্বদান, অষ্টপরিস্কারদানসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণ কামনা করে
সমবেত প্রার্থনা করা হয়। ঢাকার নদ্দাস্থ প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু পুজনীয় সুনন্দ ভিক্ষুর
সন্ধম্মদেশনার মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্ত হয়।
বেলা ২.০০ ঘটিকায় গাজীপুর বুড্ডিস্ট কমিউনিটির বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সম্মানীত সভাপতি মি. শিমুল বড়ুয়ার সভাপতিত্বে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য ও বর্তমান অশান্ত বিশ্বে মহামানব বুদ্ধের অহিংসা বাণীর অপরিহার্যতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত কমিউনিটির সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। পরিশেষে গাজীপুরে বুড্ডিস্ট কমিউনিটির পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য মি. শিমুল বড়ুয়াকে সভাপতি, অমর বিকাশ চাকমাকে কার্যকরী সভাপতি, মি. পিকলু বড়ুয়াকে সাধারণ সম্পাদক ও শান্তিবিকাশ চাকমাকে অর্থ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
Posted ২:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২২ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | admim
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।