
লিটন মিয়া লাকু | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
বাংলাদেশের উত্তরের জেলা গাইবান্ধায় হাড়কাঁপানো শীত জেঁকে বসেছে গাইবান্ধার মানুষের মাঝে। কাঁপছে সারাদেশের মানুষ। শীতার্ত অসহায় এতিম শিশুদের কথা ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গাইবান্ধা জেলা পুলিশ পরিবারের অভিভাবক পুলিশ সুপার মোঃ কামাল হোসেন ।
পুলিশ সুপার আজ গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানাধীন প্রশ্চিম প্রতাপ আমেনিয়া এতিমখানায় অসহায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং শিশুদেরকে মিষ্টি মুখ করান। তিনি বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও গাইবান্ধা পুলিশ পরিবরের পক্ষ থেকে সহযোগিতা আরও জোরদার করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল), জনাব কে এম আজমিরুজ্জামান, অফিসার ইনচার্জ, সুন্দরগঞ্জ থানা ও জনাব হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক।
Posted ৮:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।