
এস,এম শাহাদৎ হোসাইন | রবিবার, ১২ মার্চ ২০২৩ | প্রিন্ট
রংপুর ব্যুরো গাইবান্ধার সাত উপজেলায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ৪৭ জন নারী ও শিশু ধর্ষণ এবং পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। জেলার সাত থানায় ধর্ষকদের বিরুদ্ধে ৪৭টি মামলাও দায়ের করা হয়েছে।
অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় ও বিচার ব্যবস্থা বিলম্বের কারণে ধর্ষণের মামলার সংখ্যা কমিয়ে আনা যাচ্ছে না বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, নানা কারণে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। জমি নিয়ে দ্বন্দ্ব, পারিবারিক কলহ, পরকীয়া প্রেম ও জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষিতাদের মধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিশুর সংখ্যা বেশি। গাইবান্ধা জেনারেল হাসপাতালের তথ্যানুযায়ী জানা যায় জানুয়ারি ও ফেব্রুয়ারি ২ মাসে গাইবান্ধার পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলায় আশঙ্কাজনকভাবে বেড়েছে ধর্ষণের ঘটনা।
Posted ৮:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।