
লিটন মিয়া লাকু | বুধবার, ১৭ মে ২০২৩ | প্রিন্ট
গাইবান্ধায় বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যাক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি
এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তাগণ। গাইবান্ধা জেলাকে কিভাবে এগিয়ে নেয়া যায় সেই বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তির মতামত প্রদান করেন। এ মতামতের ভিত্তিতে আগামীতে গাইবান্ধা জেলার উন্নয়নে বেশ কিছু সুপারিশ উঠে আসে।
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক গাইবান্ধা প্রেসক্লাব এর সভাপতি কে.এম রেজাউল হক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন সহ অন্যরা। এছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, এনজিও কর্মী, সাংবাদিকরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
Posted ১০:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।