
মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ | শনিবার, ০৬ মে ২০২৩ | প্রিন্ট
শুক্রবার ৫ মে রাত সাড়ে ৯ টায় আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় ছুরিকাঘাতে খাইরুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে আখাউড়া থানার একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে মাদক উদ্ধার অভিযানে যায়।
সেখানে শিবনগর এলাকায় অভিযান পরিচালনা করার সময় এক মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ সদস্য খাইরুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পুলিশ সদস্যকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।
Posted ১০:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।