
কুষ্টিয়া প্রতিনিধি | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক পুত্র নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে টানা একমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সাদিক আমিন সৌমিক জোয়ার্দ্দার (২০) নামে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন।
শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বছরের ৪ডিসেম্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর-দৌলতপুর সড়কের সিংপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়।
কলেজ শিক্ষার্থী সৌমিক জোয়ার্দ্দার মিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দারের একমাত্র ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঐদিন সৌমিক সহ ৩বন্ধু মোটরসাইকেল নিয়ে চা খেতে বের হয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মিরপুর-দৌলতপুর সড়কের সিংপুরে সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। এরমধ্যে সৌমিকের অবস্থা গুরুত্বর হাওয়ায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
দীর্ঘ একমাস লাইফসাপোর্টে থাকার পর শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে জানাযা জানাজা শেষে তাকে ওয়াবদা কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন গভীর শোক প্রকাশ করেছেন।
Posted ৮:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।