
বাবলু রঞ্জন বিশ্বাস, কুষ্টিয়া | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে মাঠের মধ্যে থেকে আজিবার রহমান (৫২) নামে এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১টায় উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়া মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আজিবার একই উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারি গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়া মাঠে ঘাসের মধ্যে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মিরপুর থানা পুলিশ এসে নিহতের পরিচয় শনাক্ত করে।
নিহত আজিবার বিভিন্ন চুরির সাথে জড়িত বলে স্থানীয়রা জানায়। মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
Posted ৫:২০ অপরাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।