
কুষ্টিয়া প্রতিনিধি : | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে সেনাবাহিনীর অভিযানে স্থানীয় এক বিএনপি নেতার বাড়ীর ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার হয়েছে।
কুষ্টিয়া সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর এ আল আমিন বুলবুলের বাড়ীতে অভিযান চালানো হয়।
এ সময় তার বাড়ীর ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ওই বাড়ীর মালিক মালিহাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর এ আল আমিন বুলবুল বাড়ীতে উপস্থিত ছিলেন না। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বোমা রাতেই মিরপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এব্যাপারে বিএনপি নেতা বুলবুল জানান, অভিযানের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। কে বা কাহারা শত্রুতা বশত বাড়ীর ছাদের উপর পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র রেখে যেতে পারে। এঘটনার সাথে আমার বা আমার পরিবারের কোন সদস্য’র সম্পৃক্ততা নেই।
Posted ১০:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।