
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : | রবিবার, ০২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
শনিবার কুষ্টিয়ার একাধিক স্থানীয় পত্রিকা ও জাতীয় পত্রিকায় “কুষ্টিয়ায় মোহিনী মিলের সম্পদ চুরির চেষ্টা” শিরোনামে নিউজ প্রকাশিত হয়। এরপর চুরির চেষ্টা করা রেল স্লিপার দিয়ে তৈরি করা পিলারটি আগের স্থানেই রেখে যেতে বাধ্য হন অভিযুক্ত কুষ্টিয়ার মিলপাড়ার মুসা খান।
গত ১ এপ্রিল চুরি চেষ্টার ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে কিছু সময় পলাতক থেকে বিকেল ৫ টার দিকে কোন রকম পিলারটি খারা করে রাখেন অভিযুক্ত মুসা খান ও তার সহযোগীরা।
গতকাল ২ এপ্রিল ভোর রাতে কোন রকম দায়সারা ভাবে ঝালাই দিয়ে পিলারটি লাগিয়ে দেন মুসা খানের সহযোগীরা। এই পিলারটি দায়সারা ভাবে লাগানোর কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, এই পিলারটি পাশের আরেকটি বৈদ্যুতিক পিলারকে ধরে রাখতে একটি নিদিষ্ট মাপে ঝালাই করে লাগানো ও ৪/৫ ফিট মাটির গভীরে পুঁতে রাখা ছিল। কিন্ত এখন মাটির সাথে কোন রকম রেখে লোক দেখানো দায়সারা ঝালাই করে লাগানো হয়েছে।
Posted ১১:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।