
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
বুধবার (১২ এপ্রিল) কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে আগামী ১৭ই এপ্রিল অনুষ্ঠিতব্য মুজিবনগর দিবসের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফ উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগন।
উক্ত সভায় ১৭ এপ্রিল উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গৃহীত হয়।
গৃহিত কর্মসূচীসমুহ-
সকালে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১০ টায় আলোচনা সভা। এছাড়াও রাতে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা।
Posted ১২:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।