
মিজানুর রহমান মিনু - ব্যুরো চিফ কুমিল্লা | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যােগে সহযোগী সদস্যদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় নগরীর স্থানীয় এক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি তার বক্তব্য বলেন,৫৩ বছরের মধ্য জামায়াতে ইসলামীর ২জন মন্ত্রী ২টি মন্ত্রণালয় সততা স্বচ্চতার মাধ্যমে পরিচালিত করেছে যা সারা বিশ্বব্যাপী স্বীকৃত।তাদের বিরুদ্ধে কোন ধরনের দুর্নীতি পায় নি।ছাত্রজনতার আন্দোলনের ১৬৫১জন ছাত্র যুবকের রক্তের বিনিময় আজ আমরা নতুন একটি পরিবেশ পেয়েছি।এই পরিবেশকে কাজে লাগাতে হবে।এই বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে যাতে পরিণত করতে না হয়।ভারতের ইচ্চায় যাতে পরিচালিত না হয় যে দিকে সবাইকে ঐক্যবদ্ব থাকতে হবে।
সমাবেশে স্বাস্থ্যসেবা বিভাগের সভাপতি সাহাদাত হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কুমিল্লা মহানগরী জামায়াতে সেক্রেটারী মু.মাহবুবর রহমান।তিনি বলেন, ইসলামই মানুষের একমাত্র মুক্তির পথ। ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে মানবতার মুক্তি সম্ভব সুতরাং একটি উন্নত ও শান্তির বাংলাদেশ গড়তে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তাই সকল জনশক্তিকে ইসলাম প্রতিষ্ঠার এ আন্দোলনে গঠনমুলক কাজ করতে।
স্বাস্থ্যসেবা বিভাগের সেক্রেটারী হোসাইন আহম্মেদ শাহাদাত এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,মহানগর জামায়াতে কর্মপরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান ভিপি, স্বাস্থ্যসেবা বিভাগের অর্থ সম্পাদক শরিফুল ইসলাম।
Posted ৫:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।