
এনামুল হক, কিশোরগঞ্জ সদর প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ | প্রিন্ট
মন্দিরভিত্তিক শিশু কল্যাণ ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহযোগীতায় ৫ই মার্চ ২০২৫ ইং রোজ বুধবার সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলার মন্দিরভিত্তিক শিশু কল্যাণ ও গণশিক্ষায় উত্তম শিক্ষক ও উত্তম শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মন্টি রানী সরকার, সভাপতি ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি মজুমদার, শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, কিশোরগঞ্জ এর সাধারণ সম্পাদক পলাশ দত্ত রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়) মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর কিশোরগঞ্জ জেলার সহকারী প্রকল্প পরিচালক এ. কে. এম. হাসান উজ জামান, ফিল্ড সুপারভাইজার দীপংকর, পরেশ কিশোর গুপ্ত স্মৃতি মন্দিরের সভাপতি পুলক কিশোর গুপ্ত সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে আগত উত্তম শিক্ষক ও শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন ট্রাস্টি। অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Posted ৯:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।