
রিপোর্টার খুরশীদ আলম | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় কতৃক মাঝারি শিল্প উৎপাদন ক্যাটাগরিতে প্রথম স্থান সি আই পি নির্বাচিত হওয়ায়। সি আই পি মাহবুবুর রহমানকে ফুল দিয়ে বরন করেন।
গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ৪ নং ওয়ার্ড পুকুড় পাড়। ০৬/০৪ ২০২৩ ইং তারিখ বেলা ১২ টায় কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেন সভাপতিত্ব,কাশিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রতিক এর সন্ঞ্চালনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় কতৃক মাঝারি শিল্প উৎপাদন ক্যাটাগরিতে প্রথম স্থান সি আই পি নির্বাচিত হওয়ায়।
মাহাবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান স্যারকে
কাশিমপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে ফুল দিয়ে বরণ করেন। কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রতীকের নেতৃত্বে সিআইপিকে ফুল দিয়ে বরণ করেন।
কাশিমপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক। এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম, মোঃ জিয়াউর রহমান ম্যানেজিং ডিরেক্টর মাহবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এসময় উপস্থিত ছিলেন , কাশিমপুর থানা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান, ৪, ৫, ৬, এর সংরক্ষিত নারী কাউন্সিলর মাহমুদা আক্তার মুক্তি, কাশিমপুর প্রেসক্লাবের কার্যকারী কমিটি সহ কাশিমপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ। সি আই পি মাহবুবুর রহমান বলেন, আপনাদের দোয়ায় ও আল্লাহর মেহেরবানীতে আমি আজ সি আইপি হয়েছি বাণিজ্যিক মন্ত্রণালয় কর্তৃক উৎপাদন ক্যাটাগরিতে প্রথম স্থান সি আই পি নির্বাচিত হয়েছি।
Posted ৯:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।