
রিপোর্টার খুরশীদ আলম | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
গাজীপুরের কাশিমপুর থেকে ইয়াবাসহ ৪ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারী) রাত ১০টার দিকে কাশিমপুরের জিরানী বাজার এলাকা থেকে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের থেকে ৪৫ পিচ ইয়াবা ও দেড় কেজি গাজাঁ উদ্ধার করা হয়েছে।
এছাড়াও মাদক বিক্রিত ২৭৮৩০/- টাকা এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়। তবে থানা থেকে তাদের আদালতে প্রেরনকালে গাড়ীতে উঠার পুলিশের সাথে ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে। বিষয়টি স্বীকার করে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, ৪ জন নারী মাদক কারবারীকে আদালতে প্রেরন করা হয়েছে।
Posted ৫:০১ অপরাহ্ণ | শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।