
আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ | সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
বর্তমান সরকার রুপকল্প ২০২১ বাস্তবায়নের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জিত হওয়ার আলোকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
১২ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য প্রযুক্তি অধিদপ্তর, কাজিপুর উপজেলা শাখার সহযোগিতায় ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি তানভীর শাকিল জয় বলেন, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিতে যে পরিকল্পনা করেন, তা বাস্তবায়নও করেন। ডিজিটাল পরিকল্পনার সুফল আমরা প্রত্যান্ত অঞ্চলের মানুষ ভোগ করছি। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে। ২১০০ শতাব্দীর বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা , ভবিষ্যতে প্রজন্মের জন্য রেখে যাচ্ছেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস শাপলা খাতুন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পরে প্রধান অতিথি বিভিন্ন স্কুলের কম্পিউটার শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল শিক্ষা সার্টিফিকেট প্রদান করেন।
Posted ৯:১৭ অপরাহ্ণ | সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।