
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
মঙ্গলবার নরসিংদী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষ্যে পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রাসঙ্গিক বিষয় সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের মনিটরিং সেল স্থাপন করা হবে। এছাড়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট নিয়মিত সাইবার পেট্রোলিং করবে বলে সভায় অবহিত করেন পুলিশ সুপার।
সভায় উপস্থিত হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজা ঘিরে নরসিংদী জেলা পুলিশের গৃহীত ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন।
সভায় নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, হিন্দু মহাজোটের সভাপতি ও সাধারণ সম্পাদক, পুরোহিত পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Posted ৫:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।