
নাটোর প্রতিনিধি:- | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের কাউকে ভালবাসে না, সে শুধুমাত্র শেখ হাসিনাকে আর তার দল আওয়ামী-লীগকে ভালবাসে। বিগত ১৮ বছরে আওয়ামী লীগ যা করতে পারে নাই, আমি তা এক বছরে করে দেখাবো। যে ভাইয়েরা আওয়ামী লীগ করেন, তারা দুই কূলই হারাবেন। তাই এখনো সময় আছে শেখ হাসিনার অন্যায় আর ভূলের জন্য আপনারা তওবা পরেন। আগামী দিনে যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের বিজয়ী হবার পর তারেক রহমানই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তিনি বলেন,আমরা বিপদে পড়লে আল্লাহর উপরে ভরসা করি, সকল মুসলিম ঈমানদারেরা আল্লাহর উপরে ভরসা করে। আর আমাদের দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভরসা ভারতের উপরে। শেখ হাসিনা বিপদে পড়লে তার একমাত্র জায়গা ভারত। ভারত সরকারের বাংলাদেশের হিন্দুদের জন্য কোন দরদ নেই, ভারতের সকল দরদ শেখ হাসিনার জন্য। কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা আমাদের দেশকে ইচ্ছে মতো লুটপাট করতে পারে। আমাদের দেশকে শোষন ও লুটপাট করতে তখন ভারতের সুবিধা হয়।
শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাঁচাতে তাই ভারতীয় মিডিয়া প্রতিদিন মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। হাসিনা ভারতে বসে আমাদের দেশকে অশান্ত করতে একের পর এক ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এবং তাদের আত্মগোপনে থাকা নেতাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত মিথ্যা সংবাদ প্রচার করে দেশকে অশান্ত করার অপচেস্টা চলছে। দেশের মানুষকে তাদের এসব ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে।
দুলু আরো বলেন, যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে একদিন তারাই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে।
আজ শনিবার বিকেলে নাটোর সদরের ছাতনী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
ছাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মোল্লার সভাপতিত্বে স্থানীয় পন্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় সম্নানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ছাত্রদল সভাপতি কামরুল প্রমুখ।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।