
মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
আখাউড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সংগঠনের সাবেক নেতাকে আটক করেছে মাদকবিরোধী টাস্কফোর্সের সদস্যরা। (১৪ অক্টোবর) বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম আমতলী বাজার এলাকা থেকে আনিস খান (৪০) কে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী পৌরসভার দেবগ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মো. আমির খানের ছেলে। তিনি আখাউড়ায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড’ নামে সংগঠনের সাবেক নেতা। ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Posted ১০:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।