
জামালপুর জেলা প্রতিনিধি: | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী তার বর্ণাঢ্য জীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে, জামালপুর সদর আসন থেকে দীর্ঘদিন যাবত নৌকা মনোনয়ন প্রত্যাশা করে আসছেন। তারি ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর ৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী।
* জন্মগ্রহণ,
১৯৪৭ সালে ২১ মে জামালপুর সদর উপজেলা নরুন্দি ইউনিয়নের অন্তর্গত মিরাপুর গ্রামের ডাক্তার আফছর উদ্দিন এর চতুর্থ পত্র। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে তিনি। চার বাই দুই বোন।
* শিক্ষাজীবন
জামালপুর জেলার ঐতিহ্যবাহী নান্দিনা হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয় (পাইলট স্কুল) থেকে ১৯ ৬৩ সালে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে স্টারমার্কস পেয়ে উত্তীর্ণ হন তিনি।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে ১৯৬৯ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং তৎকালীন (ডিগ্রি) লাভ করেন।
জাতিসংঘের (ইউ এন ও) স্কলারশিপে ১৯৭৫ সালে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এ ডিপ্লোমা লাভ করেন তিনি।
* রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড,
১৯৬২ সালে আন্দোলনে অংশগ্রহন, জামালপুর সরকারি হাই স্কুল (জেলা স্কুল) পাকিস্তানের পতাকা ছিড়ে ফেলার ফুলিয়া। তদানিন্তন মহকুমা আওয়ামী লীগের সভাপতি মরহুম অ্যাডভোকেট আব্দুল হামিদের চেষ্টায় জামিন লাভ। বঙ্গবন্ধুর নির্দেশে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি বুয়েট ছাত্রলীগ ১৯৬৫-৬৯। ১৯৬৯ সালের গণ-আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ ও বুয়েটের নেতৃত্বদান।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (১৯৬৬-৬৯)।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিষ্ঠাতা আহ্বায়ক বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ১৯৯১।
সাবেক জামালপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ১৯৯১-৯৬। বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ।
আহবায়ক ৭১ এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি প্রকৌশলী শাখা।
সভাপতি স্বনির্ভর ইঞ্জিনিয়াররিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ।
মহাসচিব জামালপুর সমিতি ঢাকা ১৯৯৬-২০০১।
সভাপতি জামালপুর সমিতি ঢাকা ২০০১-২০০৮।
সহ-সভাপতি বৃহত্তম ময়মনসিংহ সমিতি ২০০১-২০০৮।
উপদেষ্টা জামালপুর সমিতি ঢাকা।
উপদেষ্টা ক্যান্সার স্বজন সমাজ উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ।
চেয়ারম্যান ইঞ্জিনিয়ারিং মোহাম্মদ আলী ফাউন্ডেশন (শিক্ষা ও চিকিৎসার জন্য)।
* পেশাগত কর্মকান্ড,
চেয়ারম্যান সিটিজেন গ্রুপ অফ কোম্পানি।
সাবেক উপ-প্রধান প্রকৌশলী, বাংলাদেশ ষ্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন,১৯৭৭-১৯৮১।
সাবেক পরিচালক ইষ্টার্ণ কেবলস্ লিমিটেড চট্টগ্রাম ১৯৮২-৯২।
চেয়ারম্যান টাস্কফোর্স অন পাওয়ার এন্ড এনার্জি সেক্টর আইইবি।
সভাপতি সেলফ্ এমপ্লয়ীড ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন, বাংলাদেশ।
চেয়ারম্যান, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশন কমিটি আইইবি।
কেন্দ্রীয় কাউন্সিলর মেম্বার আইইবি ১৯৭৮,১৯৮১-৮৬,১৯৯০-৯১,২০০৪-০৫,২০০৬-৭।
সাবেক এডিটর,ইঞ্জিনিয়ারিং নিউজ,১৯৮৫-৮৮।
* বিদেশ ভ্রমণ,
যুক্তরাজ্য,ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, হাঙ্গেরি, মালদ্বীপ, শ্রীলংকা, ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, কেনিয়া, সিঙ্গাপুর,ভুটান, নেপাল,জার্মানি ও অষ্ট্রিয়া।
* প্রতিষ্ঠাতা
জিন্নাতুন আফছর মহিলা ডিগ্রী কলেজ, নরুন্দি।
নুরন্দী স্কুল এন্ড কলেজ।
সবুজ সাথী শিশু পার্ক, নরুন্দি।
হুমায়ুন পাঠাগার নরুন্দি।
নরুন্দি জামে মসজিদ কমপ্লেক্স।
* সরকারি প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ
১৯৯৮ সালের যুক্তরাজ্যের কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের বিশ্ব সম্মেলন।
২০০০ সালে হাঙ্গেরিতে বিশ্ববিজ্ঞান সম্মেলন।
আন্তর্জাতিক বিজ্ঞান মেলা, সাংহাই, চীন ১৯৯৯ সালে এবং ব্রাসেলস ২০১০ সাল।
২০১০ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় নারীর প্রতি সহিংসতা দূরীকরণ সংক্রান্ত সম্মেলন।
* ব্যক্তিগত জীবন
স্ত্রী,বেগম তহুর আলী, সাবেক সংসদ সদস্য (১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪)।
এক পুত্র ইঞ্জিনিয়ার তৌফিক এলাহি সুমন, তিন কন্যা, স্থাপিত মেহের আফরোজ শাওন, মাহিনা আফরোজ শিঞ্জন ও মান্নাক আফরোজ সেজুতি’র জনক।
Posted ৯:১২ অপরাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।