
নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
গরম থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের সবসার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও মোনাজাতের মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় মুসল্লিরা জামাতের সাথে দুই রাকাত নামাজ আদায় করেন। অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে হাত উল্টো করে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন।
রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় সালাতুল ইস্তিসকার নামাজে ইমামতি করেন বড়গাছী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি নাইমুল হাসান রাজি।
উপস্থিত ছিলেন আসন্ন পবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (বর্তমান ভাইস চেয়ারম্যান) ও রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী খাঁন, বড়গাছী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মোশারফ হোসেন, সমাজসেবক আলহাজ্ব মো: আজিজুল ইসলাম সহ ইউনিয়নের আলেম সমাজ ও স্থানীয় জনগণ।
Posted ৯:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।