মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া’র আখাউড়া উপজেলার তন্তর এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজিতে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আজ সোমবার( ২৮ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুল আওয়াল মিয়া (৫০) ও একই এলাকার হেকিম ব্যাপারীর ছেলে ফয়েজ মিয়া (৪৫), এঘটনায় আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালকসহ গুরুতর আহত ২ জন কে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানাযায়নি।
Posted ৬:১৬ অপরাহ্ণ | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।