
মো. নিজাম উদ্দিন নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: | সোমবার, ২২ মার্চ ২০২১ | প্রিন্ট
নবীনগরে 'সুহৃদ সমাবেশের' কমিটি গঠন শান্তি সভাপতি, দস্তগীর সম্পাদক নির্বাচিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘সুহৃদ সমাবেশ‘ নবীনগর শাখা কার্যনির্বাহী কমিটি পূনর্গঠন করা হয়েছে। দৈনিক সমকালের পাঠক সংগঠন ‘সুহৃদ সমাবেশের’ অস্থায়ী কার্যালয় হাজী আক্তারুজ্জামান সুপার মার্কেটের ৩য় তলায় সার্বজনিন বহুমুখী কল্যাণ সংস্থার ভবনে শনিবার সন্ধ্যায় সংগঠনের এক সাধারণ সভায় পূনর্গঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সাধারণ সভার প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি মো. জালাল উদ্দিন মনির। বক্তব্য রাখেন-মাহাবুব আলম লিটন, গেলাম মোস্তফা, ডা. মোহাম্মদ দস্তগীর, মোস্তাক আহাম্মদ উজ্জ্বল, আকছিরুল আজীম, অজয় মূখার্জী, বিমল দাস, মোবারক হোসেন, আবু কাউসার, রাশেদুল ইসলাম,তানজিনা আক্তার শীলা প্রমুখ। সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনের সভাপতি প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির উপস্থিত সদস্যদের সার্বিক বিচার বিশ্লেষণপূর্বক আলোচনান্তে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। নির্বাচিত সদস্যরা হলেন-সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সহ-সভাপতি- বিলকিস বেগম, সহ-সভাপতি- সুদিপ দেব বাবুল, সাধারণ সম্পাদক- ডা. মো. দস্তগীর আলম, সহ-সাধারণ সম্পাদক-অজয় মূর্খাজী, অর্থ সম্পাদক- বিমল দাস, সাংগঠনিক সম্পাদক-আকছিরুল আজীম, মহিলা সম্পাদিকা-তানজিনা আক্তার শীলা, সহ-সম্পাদিকা- রোজিনা আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মোবারক হোসেন, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক- আবু কাউসার, কার্যনির্বাহী সদস্য-সাইদুর রহমান সেন্টু ও একেএম রাশেদুল ইসলাম ।
সাধারণ পরিষদের সদস্যরা হলেন,সালেহ আহমেদ খান, নাজমা বেগম, আবদুল জলিল, লিটন চন্দ্র পাল, তিতাস বিপ্লব, সুব্রত দেব শুভ,শাহ্ নেওয়াজ (প্রবাসী), শাহাদাৎ হোসাইন (প্রবাসী), প্রান্তুষ সরকার, নুরুন্নাহার বেগম, লায়লা নীগার তন্বী, অনন্ত হীরা।
Posted ১:২৬ অপরাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।