শেখ মোঃ বিল্লাল হোসেন, ব্যুরো চীফ রিপোর্টার | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে রিপন সাহা হত্যা মামলার আসামীদের দ্রুত ফাঁসির দাবীতে রবিবার (১৮ জানুয়ারী) সকাল ১০ টায় মানববন্ধন পালিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন- শহীদ ওহাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহমেদ কাশেম, বিএনপির ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান মন্ডল, শহীদ ওহাবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ নজরুল দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মহসিন, এলাকার সংরক্ষিত সদস্য মহিলা মেম্বার মিরা প্রমুখ।
বক্তারা রিপন সাহা হত্যার আসামীদের দ্রুত বিচার করে ফাঁসির দাবী জানান। জানা যায়, গত ১৬ জানুয়ারী ভোর রাত সাড়ে ৪ টার সময় গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশন থেকে ঢাকা মেট্রো- ঘ- ১৩-৩৪৭৬ এর জিপ গাড়ীতে ৫ হাজার টাকা অকটেন তেল নিয়ে টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা করে দ্রুত পালিয়ে পালিয়ে যাওয়ার সময় তেল পাম্পের কর্মচারী রিপন সাহা (২৯) কে ইচ্ছাকৃতভাবে গাড়ী চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়। রাজবাড়ী থানায় নিহতের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং- ২৮ (১) ২৬। রিপন সাহার বাড়ী খানখানাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাহাপাড়া গ্রামে। তার পিতার নাম প্রবিত্র সাহা। ঐদিন রিপন সাহা কল্যানপুর গ্রামে বিয়ে করা জন্য মেয়ে দেখার দিন ধার্য্য ছিল। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের মাতল দেখা যায়। রিপন সাহা হত্যার সংবাদ পেয়ে রাজবাড়ী-১ আসনের বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার বাড়ীতে উপস্থিত হয়ে শান্তনা প্রদান করেন। রাজবাড়ী থানা পুলিশ ১ম শ্রেণীর ঠিকাদার মোঃ আবুল হাসেম সুজন (৫৫) ও তার ড্রাইভার কামাল হোসেন সরদার (৪৩) কে (১৬ জানুয়ারী) রাতে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে এবং জিপ গাড়ীটি জব্দ করেছে। আসামী সুজনের বাড়ী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ই্উনিয়নের বড়মুরালিপুর গ্রামে। তার পিতার নাম- মৃত জনাব আলী মিয়া।
গাড়ীর ড্রাইভার কালাম হোসেন সরদারের বাড়ী বানীবহ ইউনিয়নের নিজপাড়া গ্রামে। তার পিতার নাম আক্তার সরদার। রাজবাড়ী থানা পুলিশ আসামী সুজন ও কালামকে ১৭ জানুয়ারী রাজবাড়ী কোর্টে চালান করে। আসামী কালাম হোসেন সরদার ১৬৪ ধারায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উল্লেখ্য- আসামী আবুল হাসেম সুজন এর বিরুদ্ধে অস্ত্র, হত্যাসহ ৫টি মামলা রয়েছে। সে রাজবাড়ী জেলা যুব দলের সভাপতি পদ থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারী দল থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করে। তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত হয়ে বড়বড় ঠিকাদারী কাজ বাগিয়ে নিয়েছে। আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান- করিম পেট্রোল পাম্প থেকে রিপন সাহার লাশ উদ্ধার করে দ্রুত মর্গে প্রেরণ করা হয়। নিহত রিপন সাহার বাবা প্রবিত্র সাহা জানান, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় ঘরে পরে আছেন। অভাবের সংসারে রিপনের আয় দিয়ে সংসার চলতো।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।