শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় অবস্থিত একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. খালিদ হোসেন শিমুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বেকারিটিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় আর্থিক জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. শাহনেওয়াজ, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক। অভিযানে সহযোগিতা করেন মো. সূফী পারভেজ, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Posted ৭:১১ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।