শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদীতে জ্বালানি তেলে পরিমাপে কারচুপি করার দায়ে ‘আজাদ ফিলিং স্টেশন’ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (১৮ জানুয়ারি) নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিনা তানী। বিএসটিআই সূত্র জানায়, সাহেপ্রতাপের আজাদ ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপের সময় দেখা যায়, প্রতি ১০ লিটার তেলের বিপরীতে ১০০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে। ওজনে কারচুপির মাধ্যমে গ্রাহক ঠকানোর এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আরিফ হোসেন আসিফ। অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং ওজনে সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ওজন ও পরিমাপে স্বচ্ছতা আনতে বিএসটিআই’র এই তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
Posted ৮:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।