শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
সড়ক ও জনপথের রাস্তা সম্প্রসারণ ও বৈদ্যুতিক লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) নরসিংদীর বড় একটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন ও সংস্কার কাজের জন্য এই শাটডাউন দেওয়া হবে বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানানো হয়েছে।
কর্তৃপক্ষের দেওয়া নোটিশ অনুযায়ী, চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন হতে শিবপুর, ডরিন, বাগহাটা ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার এবং ইটাখোলা সুইচিং স্টেশন হতে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া শিলমান্দী উপকেন্দ্রের আওতাধীন শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে না।
জানা গেছে, মূলত সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজে ঠিকাদার কর্তৃক লাইন স্থানান্তরের জন্যই এই সাময়িক শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়া মাত্রই এলাকায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
Posted ৯:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।