
শফিকুল ইসলাম,নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামকাঠী বন্দরের আবাসিক এলাকায় বাসা ও গরু চুরির হিড়িক পড়েছে।গত তিন দিন দিবাগত রাতে শ্রীরামকাঠী ইউনিয়নের চেয়ারম্যানের বাসা সহ একের পর এক প্রায় ১৪ টি পরিবারে এ চুরির ঘটনা ঘটে। চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী আতংকে রয়েছে।শ্রীরামকাঠী ইউনিয়ন চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র জানান , চুরির ঘটনা গুলো আমার নিকট পরিকল্পিত মনে হয়।আমার এলাকায় গত তিন দিনে ৮টি গরুও ১৪টি পরিবার চুরি হয়েছে। আমার বাসা চুরির রাতে শ্রীরামকাঠী বন্দর পাহাড়া পুলিশ রাত ৩ঘটিকায় থানায় চলে গেলে তার ১০ মিনিট পরে চোর গ্রীল কেটে আমার বাসায় প্রবেশ করে।আমার চিৎকারে এলাকাবাসী ঝাঁপিয়ে পড়লে চোরেরা পালিয়ে যায়। আমি বর্তমানে জীবন নিরাপত্তাহীনতায় ভুগছি।এ ব্যপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুজ্জামান জানন, আমি শ্রীরামকাঠী ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্য,ও গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে প্রত্যেক ওর্য়াডে মিটিং করে চোরের উপদ্রব বন্ধ করার জন্য পাহাড়ার ব্যবস্থা করেছি ও পুলিশি তৎপরতা বৃদ্ধি করেছি।
শফিকুল ইসলাম।
নাজিরপুর,পিরোজপুর।
Posted ৬:৩২ অপরাহ্ণ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।