
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি | বুধবার, ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে বিদেশী পিস্তলসহ দুইজনকে আটক করেছে মনোহরদী থানা পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করে। শনিবার সন্ধ্যায় উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা গ্রামের মুরগী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শিবপুর উপজেলা আশ্রাফপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মামুন প্রধান (৩৬) ও একই গ্রামের চাকবাড়ীর মৃত দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চঙ্গভান্ডা গ্রামে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন খবর এসআই মোহাম্মদ শাহিনুর ইসলাম এর কাছে এলে তৎক্ষনাৎ বিষয়টি শিবপুর সার্কেল অফিসার আবু রায়হান ও মনোহরদী থানার ওসি আব্দুল জব্বারকে অবহিত করে এসআই মোহাম্মদ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে মো: মামুন প্রধান ও আজিম খান নামের দুজন অস্ত্র ব্যাবসায়ীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মনোহরদী থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানায়।
মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, ‘আটককৃত দুজন একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য।এরা ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজে জড়িত। তাদের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান।
Posted ৪:৩৫ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।