
খন্দকার আমির হোসেন, নরসিংদী প্রতিনিধি | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
‘আর নয় ঢাকা’ এখন নরসিংদীতেই আধুনিক ভবন নির্মাণে ইন্টেরিয়র এক্সটেরিয়র বিশাল সমারোহ নিয়ে উদ্বোধন করা হয়েছে ড্রীমল্যান্ড ইন্টরিয়র, এক্সটরিয়র, আর্কিটেকচার অ্যাপলাযেন্স সলিউশান নামে একটি শো-রুম। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নরসিংদী শহরের প্রাণকেন্দ্র ব্রাহ্মন্দী মোড়ে এ শো-রুমটির উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ড্রীমল্যান্ড ইন্টরিয়র এক্সটরিয়র, আর্কিটেকচার অ্যাপলাযেন্স সলিউশান নামে এ শো-রুমের উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মন্জুর এলাহী।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী কেন্দ্রিয় স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক ও ড্রীমল্যান্ড ইন্টরিয়র এক্সটরিয়র, আর্কিটেকচার অ্যাপলাযেন্স সলিউশান শো-রুমের কর্ণধার মাহবুব রহমান মনির, নরসিংদী কেন্দ্রিয় স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা রাসেল বিন হাসনাত অত্র শো-রুমের পরিচালক সহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে ড্রীমল্যান্ড ইন্টরিয়র, এক্সটরিয়র, আর্কিটেকচার অ্যাপলাযেন্স সলিউশান নামে শো-রুমটি থেকে বিভিন্ন ভবন মালিকরা কি কি সুবিদা ভোগ পাবে এবং কখন তারা এখানে আসবে এ সম্পর্কে বর্ণনা দেন তীর পরিচালক নাজমুল হাসান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্জুর এলাহী শিল্প ও শিক্ষা সমৃদ্ধ নগরী নরসিংদীতে আধুনিকার ছোয়া লেগেছে তার প্রমান ড্রীমল্যান্ড ইন্টরিয়র এক্সটরিয়র, আর্কিটেকচার অ্যাপলাযেন্স সলিউশান শো-রুমটি। যুগের সাথে তাল মিলিয়ে মানুষের রুচিবোধও পাল্টে গেছে। নরসিংদীর মানুষ বর্তমানে পোশাক-আশাকের সাথে সাথে তাদের বাসাবাড়ীতেও বৈচিত্র্যতা আনচ্ছে। নরসিংদী বাসিয়া আর যুগের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে এটা ভাবতেই আমাদের ভালো লাগে। এর জন্য আমরা গর্ববোধ করি।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচলনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মুফতি ওয়ালিউর রহমান।
Posted ৯:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।